মাঝে মাঝেই আমাদের বিভিন্ন জনের সাথে নিজের পিসি শেয়ার করা লাগে। এর জন্য
মুলত আমরা টিমভিউয়ার ব্যাবহার করে থাকি। তবে টিমভিউয়ার ব্যাবহার করায়
কিছুটা ঝামেলাতে ফেলে দেই।
যেমন:
আমি আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করব যেটা দিএ আপনি খুব সহজে পিসি শেয়ার করতে পারবেন।
যেমন:
- পিসি হ্যাং করে
- নেট স্লো হয়ে যায়
- লাইসেন্স চায়
- আরও বিভিন্ন ঝামেলা…
আমি আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করব যেটা দিএ আপনি খুব সহজে পিসি শেয়ার করতে পারবেন।
এটার সুবিধা গুলো হল:
- এটা পোর্টেবল
- এটা ব্যাবহার খুব সহজ
- এটার সাইজ ছোট (মাত্র ৭০২ কেবি) হ্যাং হবার ঝামেলা নেই
- কোন পাসওয়ার্ড দিতে হয়না। একসেপ্ট করলেই হবে।
- এটার স্পীড বলে বোঝানো যাবেনা। পুরাই আসাম স্পীড
- বড় কথা হল এটা সম্পূর্ণ ফ্রী।
0 comments:
Post a Comment