Monday, 24 September 2012

Easy 2 share ur pc by small software

0 comments
মাঝে মাঝেই আমাদের বিভিন্ন জনের সাথে নিজের পিসি শেয়ার করা লাগে। এর জন্য মুলত আমরা টিমভিউয়ার ব্যাবহার করে থাকি। তবে টিমভিউয়ার ব্যাবহার করায় কিছুটা ঝামেলাতে ফেলে দেই।
যেমন:

  • :arrow: পিসি হ্যাং করে
  • :arrow: নেট স্লো হয়ে যায়
  • :arrow: লাইসেন্স চায়
  • :arrow: আরও বিভিন্ন ঝামেলা…
মূলত এই ধরণের সমস্যা থেকে মুক্তি দিতেই আমার এই পোস্ট।
আমি আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করব যেটা দিএ আপনি খুব সহজে পিসি শেয়ার করতে পারবেন।

এটার সুবিধা গুলো হল:

  • :arrow: এটা পোর্টেবল
  • :arrow: এটা ব্যাবহার খুব সহজ
  • :arrow: এটার সাইজ ছোট (মাত্র ৭০২ কেবি) হ্যাং হবার ঝামেলা নেই
  • :arrow: কোন পাসওয়ার্ড দিতে হয়না। একসেপ্ট করলেই হবে।
  • :arrow: এটার স্পীড বলে বোঝানো যাবেনা। পুরাই আসাম স্পীড :D
  • :arrow: বড় কথা হল এটা সম্পূর্ণ ফ্রী।

TECHNOLOGY TUNE

0 comments: