আপনার পিসিতে একটা মুভি হয়তো ৪টা ফোল্ডারে আছে, আপনি নিজেও জানেন না,
একটা গান ২টা ড্রাইভে থাকতে পারে…..এমনভাবে ১০% এর বেশী Duplicate File
Maximum PC-তে থাকে । রাখতে চাইলে অব্যশই রাখবেন, তবে যদি ভাবেন Duplicate
File এর জন্য পিসিতে জায়গার অভাব পড়েছে বা পিসি স্লো হয়ে যাচ্ছে তবে সে
ক্ষেত্রে রিমুভ করাটাই ভালো । তো কিভাবে রিমুভ করবেন? ফোল্ডারে ফোল্ডারে
ঘুরে ম্যানুয়ালি বের করে Shift+Delete চাপবেন? মানুষ শুনলে কিন্তু হাসবে!!
এটা হাসিনা আপার ডিজিটাল যুগ, নো এ্যানালগ কর্মকান্ড (শুধু বিটিভি {বে
আক্কেল টেলিভিশন} নামক তেল মারা চ্যানেল বাদ দিয়ে, কেউ যদি আত্নহত্যা করতে
চায় তবে সে যেন বিটিভিতে তার প্রশংসা করার চুক্তি করে, বাথরুম থেকে
খাওয়া পর্যন্ত বিটিভি প্রশংসা করতে পারে, বর্তমানে চলছে মুজিব সাহেবের
যুগ, এরপরে জিয়াউর রহমান, তারপরে আবার হয়তো মুজিব! এবার একটা কুইজ, যার
বাড়িতে ২টা চ্যানেল আছে সে কি বিটিভি দেখে? —- রাজনৈতিক বিষয়ে কথা বলার
জন্য দুঃখ প্রকাশ করতে ইচ্ছা করছে) ।
যাইহোক, ম্যানুয়ালি ফাইল রিমুভ করার মহান প্রজেক্ট নিয়ে সময় নশ্ট না করে নীচের Duplicate File Remover Software Download করে ডিজিটালি সব ডুপ্লিকেট ফাইল রিমুভ করে ফেলুন । সব্বাই (এটা অনেকে সবাই এর পরিবর্তে ব্যবহার করে) ভাল থাকবেন ।
অনেকে বলেন ডাউনলোড করতে পারছি না? খুব সহজ, তবুও যারা জটিল মনে করেন তাদের জন্য গাইডলাইন -
Please Enlarge Image by Click
যাইহোক, ম্যানুয়ালি ফাইল রিমুভ করার মহান প্রজেক্ট নিয়ে সময় নশ্ট না করে নীচের Duplicate File Remover Software Download করে ডিজিটালি সব ডুপ্লিকেট ফাইল রিমুভ করে ফেলুন । সব্বাই (এটা অনেকে সবাই এর পরিবর্তে ব্যবহার করে) ভাল থাকবেন ।
অনেকে বলেন ডাউনলোড করতে পারছি না? খুব সহজ, তবুও যারা জটিল মনে করেন তাদের জন্য গাইডলাইন -
Please Enlarge Image by Click
0 comments:
Post a Comment